২১ ডিসেম্বর,২০২২ খ্রি. অত্যাধুনিক তথ্য প্রযুক্তিনির্ভর এবং বহুবিধ সুবিধাসম্মবলিত জীবন বীমা কর্পোরেশনের ‘ই-ইন্স্যুরেন্স সিস্টেম’ উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের সাবেক সিনিয়র সচিব এবং জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম।